1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
চাঁপাইনবাবগঞ্জে এনজিও মালিক সহ প্রতারক চক্রের গ্রেফতার ৫ - বিডিসি ক্রাইম বার্তা

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও মালিক সহ প্রতারক চক্রের গ্রেফতার ৫

চাঁপাইনবাবগঞ্জে এনজিও মালিক সহ প্রতারক চক্রের গ্রেফতার ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- সিপিসি- ১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব- ৫। রাজশাহীর একটি অপারেশন দল ২২ সেপ্টেম্বর রাত ০০:১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিশনাথপুরস্থ আব্বাস বাজারে দেশবন্ধু পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনে হতে দেশবন্ধু পল্লী উন্নয়ন প্রকল্প সমিতিতে সাধারন মানুষের জমাকৃত কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব- ৫।

গ্রেফতারকৃতরা হলেনঃ নাইমুল ইসলাম (২৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম রেজা (৩১), পিতা-মোঃ নজরুল ইসলাম, উভয় সাং- কানসাট বহলাবাড়ী, মোঃ আসমাউল হক (২৫), পিতা- মোঃ মতিউর রহমান, সাং- পার্বতীপুর, মোঃ সোহেল রানা (২৫), পিতা- মোঃ সুলতান আলী, সাং- কানসাট শিকারপুর, মোঃ কাইউম রেজা (২২), পিতা- মৃত আব্দুল কাশেম, সাং- শিবনগর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে দেশ বন্ধু নামক পল্লী উন্নয়ন/ যমুনা নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে।

অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা চেক ব্লাকমেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

ছায়া তদন্তের এক পর্যায়ে ২২ সেপ্টেম্বর বর্ণিত এলাকা হতে দেশ বন্ধু/যমুনা এনজিও এর মালিকসহ প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সময়ে গনমাধ্যমে এনওজিও এর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‌্যাব তা আমলে নিয়ে উক্ত অভিযান করতে উদ্বুদ্ধ হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com