1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ - বিডিসি ক্রাইম বার্তা

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর প্রতিনিধিঃ- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার খালেক সরদারের ছেলে

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেনেরচর ইউনিয়নের প্রভাবশালী সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপের সাথে খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ফের সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপ এবং খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে এছাড়া উভয় পক্ষ অন্তত ৫০ থেকে ৬০টি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে বোমার আঘাতে স্থানীয় খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) নামের একজন নিহত হয়েছে। এছাড়াও অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহত ফিরোজ সরদার সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের সমর্থক। এছাড়াও সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের হাবিব সরদার (৪৩), যার পায়ে টেটা বিদ্ধ হয়েছে।

এছাড়া খবির সরদার ও দেলোয়ার সরদার গ্রুপের রফিক সরদার (৪৫), যার চোখে- মুখে টেটাবিদ্ধ হয়েছে। উভয় পক্ষই তাদের প্রতিপক্ষের অন্তত ২৫ টি বাড়ি কোপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিহত ফিরোজ সরদারের বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দীন বলেন, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পরে আমরা চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com