• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
টঙ্গীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি গ্রেফতার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু সমালোচনা করবো, তবে সরকারকে ব্যর্থ হতে দেবো না: রিজভী ছাত্রদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে: ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তবুও কেন এসপি আনোয়ারকে রাখতেই হবে সুনামগঞ্জে? উর্মি হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব সিঙ্গাপুরে মিজানুর রহমান সিনহাকে নেতাকর্মীদের শুভেচ্ছা! সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিঠু’কে গ্রেফতার করেছে র‌্যাব- ১০ সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখা কমিটি’র ঈদ আনন্দ উৎসব

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ / ২৩০ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেেঃ ১লা মে সোমবার, জাতীয় মে’ দিবস। এই ‘মে’ দিবসকে ঘিরে ৪২ বছরের পুরাতন ও তৃনমুল সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখা কমিটির সভাপতি আতাউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আলতাফ হোসেন অমির সঞ্চালনায় ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদ।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার (নির্বাহী সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতি) আলোচক বৃন্দ হিসেবে ছিলেন মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ- সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, (নির্বাহী সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা)

খন্দকার মোঃ মাসুদুর রহমান দিপু, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, (সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট) মোঃ হাসান আলী, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা, কেরানীগঞ্জ শাখা (বার্তা সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসাঃ ফাতেমা জামান সাথী, সহ- সভাপতি, বিমান বন্দর থানা আওয়ামী লীগ।

মোহাম্মদ আনোয়ারুল হক ভাইস চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা, এবি এম সুবাহান হাওলাদার, যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা, মোঃ রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা (সম্পাদক দৈনিক দিগন্ত প্রতিদিন) মো: রেজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা) রাজিয়া সুলতানা তোরনা (মহিলা সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক।

হাজী মোঃ আবুল কাশেম, সহ- সভাপতি,হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ আনোয়ার হোসেন আয়নাল, চেয়ারম্যান, হযরতপুর ইউনিয়ন পরিষদ। মোঃ তাহের আলী, চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ মোশারফ হোসেন ফারুক, চেয়ারম্যান, তারানগর ইউনিয়ন পরিষদ ও সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময়, সত্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং তারা সত্য ও ন্যায়ের পথে কাজ করে চলেন। তারা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং তারা সাধারণ মানুষ কে ন্যায় পাওয়ার জন্য সাহায্য করেন। মনে রাখবেন একজন সাংবাদিক গর্ত থেকে সত্য তুলে আনতে পারে, এবং সাধারণ জনগণদের ন্যায়ের পথে আনতে পারে ন্যায় দিতে পারে। একজন সাংবাদিক যখন লেখালেখি করে তারা সব সময় চিন্তা করে সত্য এবং ন্যায় নিয়ে লেখালেখি করার।

মাঠ পর্যায়ে কাজ করতে গেলে সাংবাদিকদের অনেক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কারো হচ্ছে ক্যামেরা ভাঙচুর কেউবা খাচ্ছে মার, অনেক সাংবাদিক হচ্ছে আবার গুম। কেউবা আবার নানারকম আইনি জটিলতার শিকার হচ্ছেন অন্যায় ভাবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন।

তবে কেন এখন সাংবাদিকদের এই অবস্থা ? কেন সাংবাদিকরা অসহায় ? তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। বক্তব্য শেষ করার পর, জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার কমিটি ঘোষণা করেন উক্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।

পরে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। প্রথম পর্ব শেষ হওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন সংস্থার কেরানীগঞ্জ শাখার সভাপতি আতাউর রহমান আতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...