• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে কিশোরকে ধর্ষণের ঘটনায় দুইজন যুবক গ্রেফতার  বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০ সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ নিম্নমানের বই ছেপে শতকোটি টাকা লুট ডিআইজি মোজাম্মেল হক চাঁদা আদায়ের টার্গেট নির্ধারণ করে দিতেন ওসি-ডিসিদের বনানীতে প্রেট্রোল ঢেলে প্রাইভেটকারে আগুন প্রধান অভিযুক্ত চিহ্নিত গাড়ি চোর চক্রের মূল হোতা মাহাদি হাসান গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির অভিযান : ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ শ্রীনগরে ইউপি সদস্য স্বপন আহমেদের সংবাদ সম্মেলন অভিযোগের পাহাড় গড়েছেন রফিজ উদ্দিন ডাকাতের ছেলে মোকসেদ গং কেরানীগঞ্জে জাকির হত্যার মূল আসামি সহ গ্রেপ্তার ২

নবীগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক থেকে ৩ ডাকাত গ্রেফতার

সংবাদদাতা / ২২০ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রোববার (২ অক্টাবর২২) ইং দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন– উপজেলার দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর গ্রামের তাহির আলীর ছেলে লিমন মিয়া (৩২), মৃত ইমাম উদ্দিনের ছেলে ওয়ারিছ উদ্দিন (২৯), ও ময়না মিয়ার ছেলে আক্কাছ মিয়া (২৯)।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জে. আই. সি স্যুট গার্মেন্টেসের উত্তর পাশে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ, এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়!।এ সময় তাদের কাছ থেকে ৪ টি দাড়ালো রামদা, ১ টি লোহা কাটার যন্ত্র ও ১ টি রড উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন- ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় আরও কয়কজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...