• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন শাহীন আহমেদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করে প্রশংসিত ফুলপুর প্রশাসন বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর হজের প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ যাত্রী সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত স্মার্ট  উপজেলা গড়ার ঘোষনা দিলেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিব নির্বাচনে হারবে জেনেই বিএনপি ভোট বর্জন করেছে: শাহজাহান খান শাকিবের ‘তুফান’ যেনো বাংলার কেজিএফ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (৯ জুন ২০২৩ খ্রিঃ) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কালের কন্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা,প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক একাত্তর টি‌ভির নিজস্ব প্রতি‌বেদক কাজী এনামুল হক ফারুক, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, ইটিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, এখন টিভি কুমিল্লার প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, বিজনেস বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি সৈয়দ আহাম্মদ লাভলু, সমকাল কুমিল্লা প্রতিনিধি কামাল হোসেন, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, ডিবিসি কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দীন চৌধুরী, আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, সাবেক মাই টিভি চৌদ্দগ্রাম প্রতিনিধি জসীম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম।

এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ, দেশ রুপান্তর বরুড়া প্রতিনিধি সুজন মজুমদার, কালেরকন্ঠ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, রুপসী বাংলার প্রতিনিধি এন কে রিপন, রাইজিং বিডি কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, আমাদের নতুন সময় সদর দক্ষিণ প্রতিনিধি শাহ ফয়সাল কারীম, আমাদের কুমিল্লার হাসান, মুজিবুর রহমান মুকুল, আবু সুফিয়ান।

জাহিদ হাসান নাঈম, হৃদয় হাসান, পুতুল আক্তার, সাইমুম ইসলাম অপি, ব্রাক্ষণপাড়া আমাদের নতুন সময় প্রতিনিধি ফারুক আহামেদ, দেবিদ্বার যুগান্তর প্রতিনিধি আক্তার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার,মেঘনা টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি গাজী রুবেল, ভয়েস বাংলার প্রতিনিধি হান্নান, ব্রাহ্মণপাড়া মানবজমিন প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, জামাল হোসেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আহামেদ ইউসুফ আকাশ, আমাদের নতুন সময় লালমাই প্রতিনিধি কামাল হোসেন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি এম এ মান্নান, কালজয়ী প্রতিনিধি সজিব ভূইয়া, ঢাকা ক্যানভাস প্রতিনিধি খন্দকার মহিবুল হক, আমাদের বাংলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিক রক্ষার কোনো আইন চালু হয়নি। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়।

সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা ছাড়া যেকোনো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিকেরা ঘায়েল হলে তার প্রভাব সমাজ ও দেশের উপর পড়বে। যা অপরাধীদের উৎসাহিত করার শামিল। এভাবে চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হবে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category