• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, নিউইয়র্কে জরুরি অবস্থা

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে হকুল বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।

গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেছেন, সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। তিনি বলেন, সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউইয়র্ক শহরের বাসিন্দা।

আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি, আরো ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা এবং নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।

গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট এবং নার্সদের জন্য প্রযোজ্য হবে।গত সপ্তাহের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ভাইরাসটিকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি ঘোষণা করেছিলেন। বুধবার পর্যন্ত, বিশ্বব্যাপী ৭৭টি দেশে বিশ হাজারেরও বেশি মাঙ্কিপক্সের ঘটনা শনাক্ত করা হয়েছে।#

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category