• শনিবার, ০৪ মে ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

জঙ্গি হামলার শঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

নিজস্ব  প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জঙ্গি হামলার কোনো হুমকি নেই। নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। সেই আশঙ্কাকে মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলা ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বই মেলা অসাম্প্রদায়িক আয়োজন। বই মেলার এই আয়োজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। তবে এবার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। বিভিন্ন সময় বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। এবার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কী জানতে চাইলে তিনি বলেন, যে কোনো বইয়ের লেখার বিষয়টি বাংলা একাডেমি করে থাকে। তবে কোনো লেখা বা বিষয় যদি পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয়, এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয়। তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category