নীলফামারীতে মামার হাতে ভাগ্নে খুন গ্রেফতার - ৪ - বিডিসি ক্রাইম বার্তা
ArabicBengaliEnglishHindi

BD IT HOST

নীলফামারীতে মামার হাতে ভাগ্নে খুন গ্রেফতার – ৪


bdccrimebarta প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ১:২৪ অপরাহ্ন / ১১০
নীলফামারীতে মামার হাতে ভাগ্নে খুন গ্রেফতার – ৪

সঞ্জয় দাস নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে মামার হাতে ভাগ্নে খুনের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শের আলী ওরফে হানিফসহ (২২) চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। আসামীরা হলো- নীলফামারী জলঢাকার মজিবর রহমান পাগলার ছেলে ফকির উদ্দিন (২৭), আব্দুল ওয়াহেদ চৌধুরীর স্ত্রী সুরিতা বেগম (৪৮) ও ফকর উদ্দিনের স্ত্রী মালেকা বেগম (২২)।

আজ সোমবার দুপুরে রংপুর র‍্যাব-১৩ সদর দপ্তরে উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২০ জুলাই দুপুরে ডিমলা ফেডারেশন বাজার এলাকায় ভাগ্নে খালেদ মাসুমকে লাঠি দিয়ে মারধর করেন মামা শের আলীসহ অন্যরা। মাসুম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ওই দিন থানায় ৬ জনের নামে মামলা হলে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে।

তিনি বলেন, গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় র‍্যাব অভিযান পরিচালনা করে আসামি জিয়ারত আলীর ছেলে শের আলী, ফকির উদ্দিন, সুরিতা বেগম ও মালেকা বেগমকে গ্রেপ্তার করে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শের আলী হত্যার দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের ডিমলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।#

bdccrimebarta