• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রভাকর মিলনবাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের যৌথ উদ্যোগে প্রভাকর মিলনবাজারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৬ আগস্ট(শুক্রবার) সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্থানীয় নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বেলা ১ টায় প্রভাকর মিলনবাজারের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত শোক সভায় বীর মুক্তিযোদ্ধা অবনী মোহন দাস (সুবোধ সন্ন্যাসী) এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড: অবনী মোহন দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু জগদীশ সামন্ত, আরও বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ডা: রাধাকান্ত দাস,বীর মুক্তিযোদ্ধা বিধান কৃষ্ণ দাস,বীর মুক্তিযোদ্ধার সন্তান কবির আহমেদ, জগন্নাথ মজুমদার (মাস্টার) গাজী তালুকদার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা। বক্তারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার বিচার দাবি করেন।#

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category