• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের

সংবাদদাতা / ১৯৩ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা তালিকা অনুযায়ী বর্তমান দক্ষিণ বাংলার ভাড়ার তালিকা ঢাকা টু পটুয়াখালী রুট দুরত্ব – ২৫২ মিঃ ডেকে ভাড়া – ৬৯৫, সিঙ্গেল কেবিন ভাড়া – ২৭৮০ ডাবল কেবিন ভাড়া – ৫৫৬০ টাকা।

ঢাকা টু গলাচিপা রুট দুরত্ব – ২৭৪ ডেকে ভাড়া – ৭৫২ সিঙ্গেল কেবিন ভাড়া – ৩০০৮, ডাবল কেবিন ভাড়া – ৬০১৬ টাকা ঢাকা টু রাঙ্গাবালী রুট দুরত্ব – ২৮২, ডেক ভাড়া – ৭৭৩ সিঙ্গেল কেবিন ভাড়া – ৩০৯২, ডাবল কেবিন ভাড়া – ৬১৮৪ টাকা লঞ্চভাড়ায় বৃদ্ধি হতাশ ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

দক্ষিণ বাংলার মানুষের ধারণা ছিলো পদ্মা সেতু হওয়ায় লঞ্চের ভাড়া এবং গাড়ি ভাড়া অনেকটা কম হবে, সাধারণ মানুষের চলাচলে অনেক টাকা সাশ্রয় হবে, কিন্তু তাদের ধারণার উল্টো এখন সাধারণ মানুষের তেমন কোনো কাজ কর্ম নেই, তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই মুহূর্তে লঞ্চ ভাড় বৃদ্ধি করায় দক্ষিণ বাংলার মানুষের জীবন হতাশ, দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যা সাধারণ মানুষের কাম্য না।

সাধারণ মানুষের মাঝে লঞ্চ ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এমনিতেই করোনাকালিন দুর্যোগ এই মুহূর্তে সাধারণ কাজ কর্ম নেই টাকার সংকট, অভাব অনাটন, তাদের মাঝে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যদিও বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার পর মানুষ কিছুটা গাড়িতে চলাচল শুরু করায় লঞ্চগুলো ভাড়া কিছুটা কমায় স্বস্তি ফিরে পেয়েছে, সবশেষ এখন আবার ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ, এনিয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার সচিব মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী সই করা নতুন করে ভাড়ার তালিকা প্রকাশ করে এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা কর্তৃক ১৬ আগস্ট তারিখে প্রজ্ঞাপনের আলোকে নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

এতে প্রতি ১০০ কিলোমিটারের জন্য সর্বোচ্চ যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নৌ রুটগুলোতে এই লঞ্চ ভাড়া বাড়ানোর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকা টু পটুয়াখালী রুটে ডেক ও কেবিনে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা দিয়ে বিমানেই চলাচল করা সম্ভব বলছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বরিশাল থেকে ঢাকায় চলাচলকারী বিমান ভাড়া ইউএস বাংলায় ৩৫০০ টাকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩০০০ টাকা।

এদিকে সোমবার (১৫ আগস্ট) থেকে পটুয়াখালী-ঢাকা নৌরুটে আবারও রোটেশন প্রথা চালু করেছে লঞ্চ মালিক সমিতি। আগে প্রতিদিন তিন থেকে চারটি লঞ্চ চলাচল করলে ও এখন পটুয়াখালী – টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে। গলাচিপা টু ঢাকা দুটি করে লঞ্চ চলাচল করছে। রাঙ্গাবালী টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...