• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত

সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ / ১৫০ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার এবং এই মামলায় গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রোববার উপজেলা প্রেসক্লাব তারাগঞ্জের উদ্যোগে সকাল ১১ টায় রংপুর- দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে কোনো প্রকার সাধারণ ডায়েরি ছাড়াই বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কে তুলে নেওয়া হয়। তাকে তুলে নেওয়ার ১৯ ঘণ্টা পর মধ্যরাতে মামলা করা হয়। ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। এই মধ্যরাতে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামানকে কারাগারে পাঠানো এটি মূলত ভয় দেখানোর জন্য ও সাংবাদিকের কণ্ঠ রোধ করার জন্য করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিশর্ত মুক্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, রিপোর্টাস ইউনিট তারাগঞ্জ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, দৈনিক বাংলা রংপুর প্রতিনিধি মীর আনোয়ার আলী, দৈনিক আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম আপন, দৈনিক দেশবাংলার তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম।

বাংলাদেশের আলো পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি রহমত মন্ডল, দৈনিক আজকের জনবাণী পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি মোতালেব হোসেন, তৃতীয়মাত্রা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, প্রথম খবরের তারাগঞ্জ প্রতিনিধি তারাজুল ইসলাম, জাগো রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি আমজাদ হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সামছুজ্জামান সুমন, সাংবাদিক ওমর ফারুক, আসাদুজ্জামান, সুজন প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...