• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

৭ কেজি গাঁজা ও জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার- ৮

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ কেজি গাজা,জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৮ জন অপরাধীকে গ্রেফতার করে থানা পুলিশ। এবং পৃথক পৃথক দু’টি নিয়মিত মামলা রুজু করে ১৪ আগস্ট (রবিবার) উক্ত ৮ জন অপরাধীকে হবিগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানাযায়, ১৩আগস্ট (শনিবার) রাত সোয়া ৮ টায় ও রাত ১১ টা ৫৫ মিনিটে পৃথক পৃথক দু’টি অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।

বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি ও এএসআই হারুন রশীদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউপি’র বাতাকান্দি গ্রামে মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে অভিযান চালান। এসময় ৭ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো একই ইউনিয়নের বাতাকান্দি গ্রামের মুসলিম উল্বার পুত্র শাহাব উদ্দিন (৬০) বাগাহাতা (বর্তমান ঠিকানা লুহাজুরি) গ্রামের মৃত সমন মুন্সি পুত্র নুরুল হক মিয়া (৪৫) ও ইছুবপুর গ্রামের মৃত আব্দুস ছত্তার মিয়ার পুত্র রহমত আলী (৪৫)। অন্যদিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নে জুয়াড়ি গ্রেফতারে অভিযান পরিচালনা করে বানিয়াচং থানা পুলিশের অন্য একটি টিম।

অফিসার ইনচার্জ (ওসি) অজয় দেব এর নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী,এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন ও এএসআই মোঃ তোহাসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিনাট গ্রামে অভিযান চালিয়ে ৫জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সকল জুয়াড়ীরা হলো ২ নং উত্তর পশ্চিম ইউপির মিনাট গ্রামের বাসিন্দা।

মৃত মুরাদ আলীর পুত্র আজিজুর রহমান ওরফে সাইদুর (৩১) মৃত উকিল মিয়ার পুত্র ছিদ্দিক মিয়া (৩৫) জয়নাল মিয়ার পুত্র মোঃ বসু মিয়া (৪৫) মৃত মুনাফ মিয়ার পুত্র করম আলী (৪০) ও মৃত আব্দুল কাইয়ূম মিয়ার পুত্র সাহানুর মিয়া (৪২)। উল্লেখিত ৫ জুয়াড়ির কাছ থেকে খেলায় ব্যবহৃত নগদ ১২,৪০০ (বার হাজার চারশত) টাকা, জুয়া খেলার তাস ও ত্রিপলসহ গ্রেফতার করা হয়। এদিকে বানিয়াচং থানা পুলিশ একের পর এক অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে আসছেন।

তারপরও থেমে নেই বানিয়াচং উপজেলা সদরের ভিতরের ইউনিয়ন গুলোতে মাদক ব্যাবসাসহ বিভিন্ন অপরাধ। এক অনুসন্ধানে জানাযায়,বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের পুরান তোপখানা মহল্লার ডাকাতি মামলার জামীনে আসা আসামী ইয়াবা বিক্রি করে আসছে। এবং তার সাথে সহযোগী হিসেবে কাজ করছে ভাগ মহল্লার ও আজমিরীগঞ্জ শিবপাশার ৩/৪ জন বিভিন্ন মামলার গ্রেফতারকৃত অপরাধীরা।

একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্হিত একটি পুকুরের পাড়ে ছোট্ট ঘরের মধ্যে দিন রাত জুয়া পরিচালনা করে আসছে স্থানীয় এক ওয়ার্ড সদস্য জনপ্রতিনিধির আপন ভাই কামালখানী সাড়ং বাজারের দুই সুদ ব্যাবসায়ী মিলে বিভিন্ন স্থান  থেকে জুয়াড়িদের এনে দিনভর জুয়া পরিচালনা করে আসছে। ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নে এক ওয়ার্ডের জনপ্রতিনিধির সহযোগীতা নিয়ে দুইজন ইয়াবা ব্যাবসা পরিচালনা করে আসছে।

এমনকি ঐ জনপ্রতিনিধির বাড়িতে ২ য় তলায় স্হান দিয়ে মজমাসহ ওদেরকে সবদিকে সহযোগীতা করার গুঞ্জন ও রয়েছে এলাকাবাসীর মুখে মুখে। ৩ নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে ৭ ও ৯ নং ওয়ার্ডে এক পরিত্যক্ত বাড়িতে সকাল থেকে শুরু হয় জুয়া ও ইয়াবার ব্যাবসা। জানাযায়, খোকন ভট্টাচার্য্যর ২ টি পুকুর ও পরিত্যক্ত একটি বাড়ি লীজ নেয় একই ইউনিয়নের আনজব আলীর পুত্র মোহাম্মদ আলী (৪০)।

এই মোহাম্মদ আলীসহ ইনাথখানী মহল্লার একজন ও দেশমুখ্য পাড়ার সংখ্যা লোগো পরিবারের এক ছেলের নেতৃত্বে চলে এই জুয়া ও ইয়াবা নামক মাদকের ব্যাবসা।
এই এলাকার বাসিন্দাগন সংখ্যা লোগো হওয়ার কারনে তারা কেউ ভয়ে প্রতিবাদও করতে পারছেননা বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত জুয়াড়ি ও ইয়াবা সেবনকারীরা তাদের বাড়িতে মোটরসাইকেল রেখে নিজেদের মতো করে দাপটের সহিত করে যাচ্ছে এমন কর্মকান্ড।

একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পাড়াগাঁয়েও দুই, তিন চিহ্নিত জুয়াড়িরা প্রতিদিন জুয়ার আসর পরিচালনা করে যাচ্ছে। ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কালিকাপাড়ার ৫/৬নং বাজার সংলগ্ন পুলিশের গ্রেফতার এড়িয়ে এক টমটম চালক দীর্ঘ ৮/১০ বছর ধরে ইয়াবা নামক মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছে। তাই সচেতন মহল হবিগঞ্জ পুলিশ সুপারসহ বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও সকল গোয়েন্দা সংস্থার আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এসব অপরাধীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। এদিকে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন অপরাধ রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের এই অভিযান অব্যাহত আছে বলেও থানা থেকে জানানো হয়।#

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category