• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়া আ.লীগ নেতা গ্রেপ্তার গাজা নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প, হামাসের নিন্দা সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আনন্দ র‍্যলি নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী, আইজিপির বরাবর অভিযোগ পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাসায় ভালো লাগে না, উদ্ধারের পর বললেন সেই ১১ বছরের সুবা টি-বয় থেকে ২৮০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া অভিনেতা যশ

কদমতলীতে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মনির হোসেন / ১৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মোঃ মনির হোসেনঃ রাজধানীর কদমতলীতে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। রবিবার দুপুরে কদমতলী থানাধীন জিয়া-স্মরণি এম এইচ চৌধুরী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঐ নবজাতকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলী থানা পুলিশ হাজির হয়েছে।

নবজাতকের পরিবার জানায়,গত শুক্রবার প্রসুতি সুমিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ১৫ হাজার টাকার চুক্তিতে সিজার করে ডাঃ শামীমা আক্তার চৌধুরী। তিনিই গাইনী ডাঃ ও হাসপাতালের মালিকপক্ষ। নবজাতকের নানী লিপি জানায়, শনিবার রাতে হাসপাতালে আমার নাতির (শিশু) কাছে ছিলাম। গভীর রাতে শিশুটির খিচুনি উঠে।

এ সময় আমরা ডাক্তার ও নার্সের প্রয়োজন মনে করে ডাকাডাকি করেও কাউকে পাইনি। হাসপাতালটিতে ছিলেন না দায়িত্বশীল কোনো চিকিৎসক। পরে একজন আয়া আসলে তাকে একাধিকবার ডাঃ কে খবর দিতে বললেও কেউ আসেনি।

শিশুর অবস্থা অবনতি হলে অন্য হাসপাতালে চবকিৎসার জন্য নেয়ার চেষ্টা করে গেট তালা বদ্ধ থাকায় নিতে পারেনি। পরে রবিবার দুপুরে চিকিৎসা অবহেলায় নবজাতক আমার নাতির মৃত্যু হয়। নিহতের বাবা শাহিন বলেন, রবিবার সকালে আমার ছেলে শিশু অসুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।কিন্তু, ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় চিকিৎসার অভাবেই আমার সন্তান মারা গেছে।

হাসপাতালের অব্যবস্থাপনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্রতি উদাসীন বলেও অভিযোগ করেন

তিনি আরো বলেন, সন্তানের মুখটাও তৃপ্তি ভরে দেখা হলো না আমার। সন্তানও পেল না মায়ের শরীরের উষ্ণতা। জীবন নামের যাত্রাপথে মাত্র ২ দিনের সংক্ষিপ্ত এক ভ্রমণ শেষে নাড়ি ছেড়া ধন পাড়ি দিয়েছে পরপারে। এর থেকে বড় কষ্ট, বড় শোক আর কিইবা হতে পারে।হাসপাতালের মালিক ও চিকিৎসক জানান, আমাদের হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। খবর পেয়ে সাংবাদিক’রা আসলে তাদের সাথে দুর্ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে ঢুকে দেখা যায় ময়লা আর্বজনা আর পোকা মাকড়ের ছড়াছড়ি। হাসপাতাল ঘেষেই ময়লা আবর্জনা ও দুর্গন্ধময় পানি প্রবাহের ডিএনডির খাল। অপারেশন থিয়েটারের ভিতর চরম দূর্গন্ধে ভরা। হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের অনুমতি থাকলেও নেই কোন মান সম্মত বেড। নামে হাসপাতাল হলেও নেই কোন বিশেষজ্ঞ শিশু ডাক্তার। চর্ম ও যৌন ডাঃ শওকত আলীই শিশুটির চিকিৎসা করেছেন।

কদমতলী থানার ওসি তদন্ত মেজবাহ বলেন, নিহত নবজাতকের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। তিনি আরোও বলেন যে পরিবেশের মধ্যে হাসপাতাল তা কোনভাবেই হতে পারেনা। বিষয়টি ডিজি হেলথকে জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...