• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস

কুয়াকাটায় নদ নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

সংবাদদাতা / ৯৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রোজিনা আক্তার হ্যাপি, ভ্রাম্যমান প্রতিনিধিঃ কলাপাড়া -কুয়াকাটা এর নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট ) সকাল দশটায় পর্যটন হলিডে হোমস এর হলরুমে ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, নদী পরিব্রাজক দল কুয়াকাটা, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোটের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবতা কর্মী, এডভোকেট সুলতানা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, আর উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ আবু হাসনাইন পারভেজ, মহিপুর থানার (তদন্ত অফিসার ) মোঃ আসলাম খান, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সাবেক সাধারণ সম্পাদক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল সহ পরিবেশকর্মী, সংবাদকর্মী, স্বেচ্ছাসেবক, পর্যটক, শিক্ষক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের দেশ নদীমাতৃক, তাই বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে নদী রক্ষায় আমাদের কাজ করতে হবে। কুয়াকাটা,খাপড়াভাঙ্গা, আন্দার মানিক নদীসহ বেশ কিছু নদী দখলমুক্ত সহ প্রতিনিয়ত বর্জ্য ফেলা থেকে রক্ষা করা না গেলে খালের অস্তিত্ব বিরাট হুমকির মুখে পরবে বলে মন্তব্য করেন। তারা আরো বলেন, বিশেষ করে মৎস্য ব্যবসার জন্য এই অঞ্চলের নদ-নদী রক্ষা করা সকলেই দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...