• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ফেনীতে সাংবাদিক সোহেলকে মহিপাল হত্যা মামলায় জড়ানোর অভিযোগ! ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন হায়দার আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী চেন্নাই টেস্টে টাইগারদের রেকর্ড ব্যবধানে হারাল ভারত মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের চাপের মুখে কর্মকর্তারা সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার তারিখ নির্ধারণ আন্দোল‌নে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ঢাকায় চীনা মেডিকেল টিম ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি: মৎস্য উপদেষ্টা বালুরঘাট দখল নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

তানোরে ডিলারের বিরুদ্ধে ওএমএসএর চাল পাচারের অভিযোগ

তানোর প্রতিনিধিঃ / ১০৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে এক ওএমএসএর ডিলারের বিরুদ্ধে চাল পাচার করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে দেশের এমন দূর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অল্পমূল্য ওএমএসএর চাল উপকার ভোগীদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করার ঘটনায় চাপাক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে।

জানা গেছে, চলতি মাসের (১ এপ্রিল) শনিবার দুপুরে গোল্লাপাড়া খাদ্য গোডাউন থেকে ৪ টন চাল বের করে অটো গাড়িতে করে মোহনপুর উপজেলায় নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার বুরুজ ব্রীজের কাছে চাল গুলো আটক করেন জনগণ। এসময় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারটি অটো গাড়িতে চালের বস্তা সাজানো রয়েছে।

এসময় চাল গুলো বহনকারী গাড়ি চালকদের কাছে চাল গুলো কোথায় থেকে আসছিলো আর কোথায় যাচ্ছে জানতে চাওয়া হলে গাড়ি চালকরা বলেন, এসব ওএমএসএর ডিলার সুনিল দাসের চাল,গোল্লাপাড়া খাদ্য গোডাউন থেকে মোহনপুর বাচ্চু নামের এক চাতাল ব্যবসায়ীর কাছে যাচ্ছে। এর বাহিরে তারা কিছু জানেন না।

তবে উপস্থিত জনগণের দাবি, চাল গুলো কোন বিশেষ বরাদ্দ কাবিটা প্রকল্পের না, চাল গুলো ওএমএসএর যা ডিলার সুনিল মোহনপুর উপজেলায় পাচার করে বিক্রি করছে। তানোর থানার মোড়ের ওএমএসএর চাল ডিলার সুনিল দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব ওএমএসএর চাল না, এগুলো এমপি বিশেষ বরাদ্দের কাবিটা প্রকল্পের চাল। প্রকল্প সভাপতির কাছে থেকে ডিও কিনেছি আমি।

ওএমএসএর চাল না হলে বস্তায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা কেন আর কাবিটা প্রকল্পের যদি চাল হয়ে থাকে তাহলে বস্তায় বিশেষ বরাদ্দ কাবিটা লেখা ছিল মারা নাই কেন জানতে চাওয়া হলে তিনি বলেন,তানোর গোডাউনে এসব নিয়ম কানুন লাগেনা।

এবিষয়ে তানোর খাদ্য গোডাউন কর্মকর্তা ওসিএলএসডি অহেদুজ্জামানের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও রিসিভ করেননি তিনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে তার জানা নেই, যদি এমন হয়ে থাকে তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category