• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ সুজন বেপারীঃ – আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে দিনভর চলে নানা কার্যক্রম। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ রকম সুন্দর আয়োজন হচ্ছে বলেই আমরা বিশ্ববিখ্যাত ক্বারীদের তিলাওয়াত শুনতে পারছি। এতো সুন্দর আয়োজন করার জন্য আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ’কে শুভেচ্ছা। কোরআনের বাণী’কে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আমি এই সুন্দর আয়োজনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৪ এর আসরে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মাহবুব হোসেন (পিপিএম বার – বিপিএম বার)

দিনব্যাপী আয়োজনে জুমার নামাজের আগে ছিল আলোচনা পর্ব। এতে অংশ নেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সন্ধ্যায় একে একে মঞ্চে আসেন ভারত, ইরান, আফগানিস্তান, ইংল্যান্ডের প্রখ্যাত ক্বারীগণ। তাদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত মন্ত্রমুগ্ধ হন শ্রোতা- দর্শকরা।

আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি বলেন, ‘এটি সংগঠনের ধারাবাহিক সম্মেলন। কোরআন প্রেমিদের জন্য প্রতি বছরই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ।’

সংগঠনটির হাত ধরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরবময় অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাছাই প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কারণে বিশ্বের সব বড় প্রতিযোগিতায় বাংলাদেশ একের পর এক চমক দেখাতে পারছে। পবিত্র কোরআনের খেদমতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ- এর কার্যক্রম আরো ত্বরান্বিত করতে সবার দুয়া চান শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি।’

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category