• রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ বোতল ভারতীয় ব্যান্ডের মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ ই অক্টোবর মঙ্গলবার ভোর সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের ঝুলগাঁও মায়ের মাজার সংলগ্ন উত্তর পাশে পাকা রাস্তা হইতে আকতার হোসেন (২৪) কে ১৬ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয়।

ধৃত আকতার হোসেন (২৪) উত্তর ঝুলগাঁও গ্রামের
গাজিউর রহমানের ছেলে। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারা মিয়া (৫৫) পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং এ ওসি মো কাইয়ুম খান সিদ্দিকী জানায়
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সকালে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এস আই আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে।

উপজেলার সীমান্ত জনপদের ঝুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মায়ের মাজার সংলগ্ন পাকা রাস্তা হইতে ভারতীয় ব্যান্ডের ১৬ বোতল মদ সহ আকতার হোসেন কে গ্রেপ্তার করে। এ ঘটনায় এস আই আকতারুজামান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ চোরাই পথে আনায়ন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহয়তা করার অভিযোগে ১ টি মামলা দায়ের করা হয়েছে।

অপর আসামী তারা মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যাবসায়ী আকতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে হাত বদল করে আসছিল। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category