• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জে খোয়াই নদীর চরে গজে উঠা খেলার মাঠ দখলের পায়তারা

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের যশের আব্দা এলাকায় প্রায় দুই যুগ পূর্বে খোয়াই নদীতে গজেঁ উঠা চরের খেলার মাঠটি হাল চাষ ও বাঁশের বেড়া দিয়ে দখলে নেওয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আর্শদ উল্লার পুত্র এডভোকেট আফিল উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি মাঠটি সংরক্ষণ করতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেওয়া হয়।

এলাকাবাসী জানান, ওই এলাকায় যুবসমাজের খেলাধূলা করার একমাত্র স্থান হচ্ছে ওই মাঠ। এই মাঠ ছাড়া আর কোনো খেলার মাঠ নেই। এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ছেলেমেয়েরা এই মাঠেই খেলাধুলা করে থাকে। এই মাঠেই ফুটবল অনুশীলন করে অনেকে জেলা ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।

সরকারী কৃষ্ণ ধন সওদাগর প্রাথমিক বিদ্যালয়, যশের আব্দা ফজল নেছা দারুল আরবাম ইবতেদায়ী মাদরাসা, যশের আব্দা সমাজ কল্যাণ সমবায় সমিতি ক্লাব, যশের আব্দা একাদ্বশ ফুটবল ক্লাবসহ অনেক শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান এই মাঠটি ব্যবহারের পাশাপাশি নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এই খেলার মাঠটি সংরক্ষণ করতে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ১শ জন গ্রামবাসী স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী আরোও জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলের প্রভাব খাটিয়ে একরকম গায়ের জোরেই এডভোকেট আফিল উদ্দিন খোয়াই নদীতে গঁজে উঠা মাঠটি দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছেন।

তারা বলেন, নদীর ভিতরের জায়গা কোনভাবেই মালিকানা হতে পারে না এবং এই মাঠটি যে, সরকারের সম্পত্তি তার যথেষ্টে প্রমানাদি রয়েছে গ্রামবাসীর কাছে। অচিরেই মাঠটির বিষয়ে যদি সুষ্ঠ সমাধান না হয় যে কোনসময় দাঙ্গা হাঙ্গামার মত ঘটনা ঘটতে পারে। তাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category