• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:২১ অপরাহ্ন

ধামইরহাটে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে ১৭ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম সহকারী মো. মোজাম্মেল হক, সাইদুল ইসলাম, মোসা. মমতাজ বেগম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, আব্দুল আজিজ, হারুন আল রশীদ, সন্তোষ কুমার সাহা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ক্বারী আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক আবুল বয়ান, সুফল রায়, এ কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category