• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাজিরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

নাসির মাদবর, জেলা প্রতিনিধিঃ- শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না শ্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা সময় জাজিরা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেনের উপস্থাপনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক ( ডিএই) জনাব কৃষিবিদ মোঃ মতলুবর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, পৌর মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসুল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জব্বার আকন উপজেলা প্রানিসম্পদ অফিসার জনাব ডাঃ আতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার জনাব আবুল বাশার,অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রাণী বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,কাউন্সিলর গন,শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক কৃষাণী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন জায়গায় পতিত জমিতে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শাক-সবজি বা ফলমূল চাষাবাদের মধ্য দিয়ে সকল জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।কৃষকদের কাছ থেকে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্বলিত মতামত গ্রহণ করেন। সমাবেশ শেষে উপজেলা কৃষি অফিস কতৃক ১০০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির শাক-সবজি, ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়।#

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category