• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ত্রিশালে বর্তমান এমপির সমর্থকদের ওপর হামলা রেজাউল করিম, ময়মনসিংহ :

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ত্রিশালে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বর্তমান এমপির সমর্থকদের উপর হামলা করা হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ত্রিশাল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের স্ত্রীর পরাজয় নিয়ে শনিবার রাতে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর একটি স্ট্যাটাস দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদের সমর্থক ফয়সাল আহমেদ। ওই স্ট্যাটাসে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় সংসদ সদস্যের কর্মী-সমর্থকরা।

বিকেলে ফয়সাল মহিলা কলেজের সামনে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে গেলে সেখানে এমপির লোকজন তার কাছে জানতে চান কেন এধরনের ফেসবুকে স্ট্যাটাস দিলেন পরে ফয়সাল আহমেদ উত্তেজিত হয়ে ফোনে কয়েক যুবক’কে ডেকে এনে বর্তমান এমপির সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। থানা পুলিশ খবর পেয়ে ফয়সাল আহমেদকে আটক করেন।

ফয়সাল আহমেদকে থানা থেকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্র-লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি পুত্র হাসান মাহমুদ তার সমর্থকদের নিয়ে ঢাকা ময়মনসিংহ রোড ও থানা ঘেরাও করেন এবং বিভিন্ন অশালীন স্লোগান দিতে থাকেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির বিক্ষুব্ধ নেতাকর্মী’রা। মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভকালে এমপি আনিছের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারী’রা।

ফয়সাল আহমেদ বলেন, আমি কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে ছিলাম। এমপির সহধর্মিনী কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি বড় ভুল করেছি। আমি এমন ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। তিনি আরও বলেন, সামান্য বিষয়টা’কে নিয়ে হাসান ভাই রাজনীতি উদ্দেশ্যে বড় করেছে, যা ঠিক হয়নি।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ফয়সাল আহমেদ’কে আটক করা হয়েছে। সাবেক এমপি পুত্র হাসানসহ কয়েকজন তাকে মুচলেকা দিয়ে নিয়ে গেছেন।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category